• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:

রিজার্ভে যুক্ত হলো ৬৮ কোটি ৯৮ লাখ ডলার

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয়েছে। এর ফলে রিজার্ভ আরো কিছুটা বেড়েছে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

এর আগে, ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ’র নির্বাহী পর্ষদের বৈঠকে ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব অনুমতি পায়।

বৃহস্পতিবার দেশের রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণ যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আইএমএফের শর্ত (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ এখন ১৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়াও চলতি মাস ডিসেম্বরে এডিবির ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়ার ৯ কোটি ডলারসহ অন্যান্য সোর্স থেকে আরো ১৩ কোটি ডলার আসবে। এসব অর্থের ওপর ভর করে রিজার্ভ কিছুটা বাড়বে। সব মিলিয়ে ডিসেম্বরে রিজার্ভে যোগ হবে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ