আনলিমিটেড নিউজঃ ফরিদপুরের বোয়ালমারীতে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ অ্যামফিটামিন আইসসহ কোকেন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬ লাখ ৬৮ হাজার ২শ টাকা।
মঙ্গলবার সকালে এ তথ্য জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন।
তিনি বলেন, সোমবার (১১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বোয়ালমারী উপজেলার শেখর ইউপির ভুলবাড়িয়া গ্রামে রুবেল মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রুবেল। পরে তল্লাশি করে তার বসতবাড়ি থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রুবেল মোল্লাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক বলেন, অভিযানকালে রুবেল মোল্যা পালিয়ে যায়। তিনি আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম হোতা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Leave a Reply