• বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

দুই বছর পর জাতীয় দলে ডাক পেলেন রাসেল

Un24admin
আপডেটঃ : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন ২০২১ টি-২০ বিশ্বকাপে। এরপর ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে আর আন্দ্রে রাসেলকে দেখা যায়নি। তার সঙ্গে বাদ পড়েন সুনীল নারাইনও। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মাঠ মাতিয়ে যাচ্ছিলেন এ দুজন।

অবশেষে দুই বছর পর ফের জাতীয় দলের জার্সি গায়ে রাসেলকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ডাক পেয়েছেন ৩৫ বছর বয়সী তারকা অলরাউন্ডার রাসেল।

বর্তমানে আরব আমিরাতে টি-টেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করছেন রাসেল। শনিবার (৯ ডিসেম্বর) ফাইনালে নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে শিরোপা হারিয়েছে তার দল ডেকান গ্ল্যাডিয়েটর্স। দীর্ঘ সময় পর জাতীয় দলে ডাক পাওয়ায় এবার বার্বাডোজে উড়াল দেবেন এ ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২১ বছর বয়সী অলরাউন্ডার ম্যাথু ফর্ড। এর আগে ইংলিশদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে স্কোয়াডে ছিলেন তিনি। একইসঙ্গে ২০২০ সালের পর এই প্রথম শেরফান রাদারফোর্ডকেও ক্যারিবীয় দলে রাখা হয়েছে।

এছাড়া ওয়ানডে সিরিজে খেলা গুদাকেশ মোতিও এই দলে আছেন। তবে দলের বাইরে থাকা নিকোলাস পুরান ও জেসন হোল্ডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে জাতীয় দলে ফিরবেন। দুজনই সাম্প্রতিক সময়ে ওয়ানডে দলের বিবেচনায় ছিলেন না।

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে ঘরের মাঠে এই সিরিজ সফলভাবে সম্পন্ন করতে চায় ক্যারিবীয়রা। অন্যদিকে টি-২০ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডও চাইবে এই সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতিও ঝালিয়ে নিতে।

দলে ফিরেছেন ভারত সিরিজে না থাকা জনসন চার্লস, ওবেড ম্যাককয়, ওডিন স্মিথ ও ওশান থমাসরা। আগামী ১২ ডিসেম্বর ব্রিজটাউনে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড যথাক্রমে মুখোমুখি হবে ১৪, ১৬, ২০ ও ২২ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্কোয়াড
রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), রস্টন চেজ, ম্যাথু ফর্ড, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ