• বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

বচ্চন পরিবারে বিচ্ছেদের ঘন কালো মেঘ

Un24admin
আপডেটঃ : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ বচ্চন পরিবারে বিচ্ছেদের ঘন কালো মেঘ। বলিউডের অন্যতম হাইপ্রোফাইল তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষামাত্র। দুজনে বেশ কয়েকদিন ধরেই আলাদা থাকেন। সম্প্রতি তারা নিজেদের বিবাহের চিহ্নও মুছে ফেলেছেন বলে শোনা গিয়েছে।

টিনসেল টাউনের খবর, পরিবারের সদস্যদের জন্মদিনেও এক হচ্ছেন না অভিষেক-ঐশ্বরিয়া। এমনই আবহে এবার চর্চায় শ্বশুরবাড়ির সঙ্গে বিশেষত ‘অ্যাংরি ম্যান’ শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে পুত্রবধূর সম্পর্ক।

শোনা যাচ্ছে, ঐশ্বরিয়াকে তিনি একেবারে মেয়ের জায়গায় বসিয়েছিলেন। খুবই আপ্লুত ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড- অভিনেত্রী পুত্রবধূকে নিয়ে। কিন্তু ছেলের দাম্পত্য সম্পর্কের অবনতিতে সেই পুত্রবধূর সঙ্গেই আর কোনো যোগাযোগ রাখতে নারাজ বিগ বি!

ইদানিং সোশাল মিডিয়ায় ঐশ্বরিয়াকে ‘আনফলো’ করেছেন অমিতাভ বচ্চন। নাতি অগস্ত্যার প্রথম ছবি ‘দ্য আর্চিস’-এর প্রিমিয়ারে সপরিবারে উপস্থিত থাকলেও দূরত্বটা চোখ এড়ায়নি কারও। কিন্তু গোড়া থেকে সম্পর্কটা এমন ছিল না। বরং ঐশ্বরিয়াকে ঘরের বউ করে আনার পর অত্যন্ত আনন্দে ছিলেন বিগ বি। ‘বহু’ নয়, ‘বেটি’ বলে মনে করতেন।

বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, তার কয়েক বছর আগেই অমিতাভ-জয়ার মেয়ে শ্বেতার বিয়ে হয়ে যায়। শ্বেতা মুম্বাই ছেড়ে দিল্লিতে থাকতে শুরু করেন। কন্যার অভাব টের পেতে শুরু করেন বিগ বি। এমনই সময়ে ঐশ্বরিয়ার আগমন সেই অভাব খানিকটা হলেও পূরণ করেছিল। একথা স্বীকার করেছেন জয়া বচ্চনও। দীর্ঘদিন শ্বশুর-বউমার দারুণ সম্পর্ক ছিল বলে শোনা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ