• বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

পিএসএল ড্রাফটে বাংলাদেশের ২১ ক্রিকেটার, ডায়মন্ড ক্যাটাগরিতে ৬ জন

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে বাংলাদেশের ২১ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্যে ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন ৬ জন বাংলাদেশি। সর্বোচ্চ তথা প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

পিএসএলের আগামী আসরের জন্য ড্রাফটে নাম নিবন্ধন করেছেন ২২টি দেশের ৪৫৮ জন ক্রিকেটার। প্লাটিনাম ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন ৪৬ জন। এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন ৭৬ জন ক্রিকেটার। এই ৭৬ জনের মধ্যে আছেন ৬ জন বাংলাদেশি।

ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশিরা হলেন– মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। বুধবার (৬ ডিসেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিএসএলের গত আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলে যাচ্ছেন তিনি। পিএসএলেও খেলেছেন বেশ কয়েকবার। এবার প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব।

সর্বোচ্চ মূল্যের প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিবের সাথে আছেন বিশ্বের নামীদামী সব তারকা ক্রিকেটাররা। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকী, নুর আহমেদ এবং মুজিব উর রহমান আছেন এই ক্যাটাগরিতে। এছাড়া ইংল্যান্ডের বেন ডাকেট, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, লুক উড, রিস টপলি, টাইমাল মিলস, ডেভিড মালান এবং টম কারান আছেন সর্বোচ্চ দামের এই ক্যাটাগরিতে। নেপালের সন্দ্বীপ লামিচানেও জায়গা পেয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে।

আগামী ১৩ ডিসেম্বর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ