• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:

আসছে রজনীকান্তের ‘জেলার’র সিক্যুয়াল!

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
আসছে রজনীকান্তের ‘জেলার’র সিক্যুয়াল!
আসছে রজনীকান্তের ‘জেলার’র সিক্যুয়াল!

আনলিমিটেড বিনোদন ডেস্কঃ ‘জেলার’ সিনেমার মধ্য দিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় এ সিনেমাটি। এবার জানা গেল সিনেমার সিক্যুয়ালের খবর।

ব্লকবাস্টার ‘জেলার’-এ রজনীকান্তের পাশাপাশি নজর কেড়েছিলেন যোগী বাবু। যোগীই এবার ‘জেলার’-এর সিক্যুয়াল আসার খবর দিলেন।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘জেলার ২’-এ নেলসন আমার ভূমিকার জন্য সত্যিই বিশেষ কিছু লিখছেন। আমরা একসঙ্গে যে ধরনের কমেডি করি, তার চেয়েও এটি আকর্ষণীয় হবে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি পরিচালক।

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন। যেটি পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার এবং প্রযোজনা করেছেন কালানিথি মরণ।

‘জেলার’ ছবিতে মূল নারী চরিত্রে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার ও জ্যাকি শ্রফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ