• বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

ডিবি অফিসে সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ, জাতির সঙ্গে মশকরা: হাইকোর্ট

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
ডিবি অফিসে সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ, জাতির সঙ্গে মশকরা: হাইকোর্ট
কোটা পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আনলিমিটেড আদালত ডেস্কঃ ডিবি অফিসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কদের খাইয়ে তার ছবি আবার ফেসবুকে প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করে হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুলাই) রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

উল্লেখ্য, এর আগে গতকাল (রোববার) ফেসবুক পোস্টে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কনফারেন্স রুমে বসে নাস্তা করার ছবি আপলোড করেন ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশীদ।

ওই ফেসবুক পোস্টে হারুন লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ