আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটা বিষয় পরিষ্কার, বিএনপি সিদ্ধান্ত নিয়েই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছে। এখন আমরা কি করতে পারি? আওয়ামী লীগ কি করতে পারে?
সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত কয়েক মাস ধরে এ শহরে (ঢাকা) বিএনপিও সমাবেশ করেছে, আমরাও করেছি। আপনারা (সাংবাদিক) পাল্টাপাল্টি বলে নিউজ করেছেন। কিন্তু পাল্টাপাল্টি মারামারি কোথাও হয়নি। এখানে এক দলের সঙ্গে অন্য দলের কোনো সংঘাত হয়নি। তারা (বিএনপি) এ ঢাকা শহরে প্রথমে পদযাত্রা করেছে। পাশে আমাদের সমাবেশ হয়েছে। সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি।
এ সময় তিনি আরো বলেন, আগামী ১০ ডিসেম্বরের অনুষ্ঠেয় আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সংঘাতের কোনো আশঙ্কা নেই।
১০ তারিখের সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১০ তারিখ বিশ্ব মানবাধিকার দিবস। ঐদিনের জন্য তো আমরা নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছি, আমরা সমাবেশ করতে চাই। এখানে পাল্টাপাল্টি কেন? মানবাধিকার দিবস পালন আমাদের গণতান্ত্রিক অধিকার। এখানে কোনো পাল্টাপাল্টি বিষয় নেই।
Leave a Reply