• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

বেলজিয়ামের কপাল পুড়লেও টাইব্রেকারে জিতে শেষ আটে পর্তুগাল

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
বেলজিয়ামের কপাল পুড়লেও টাইব্রেকারে জিতে শেষ আটে পর্তুগাল
বেলজিয়ামের কপাল পুড়লেও টাইব্রেকারে জিতে শেষ আটে পর্তুগাল

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ভাগ্যের ছোঁয়ায় রক্ষা পেলো ফ্রান্স। আত্মঘাতি গোল হজম করে কপাল পুড়লো বেলজিয়ামের। এই একমাত্র গোলেই কোয়ার্টার ফাইনালের টিকেট পেলো দিদিয়ের দেশামের শিষ্যরা। এদিকে, স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতে শেষ আটে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

জার্মানির ডুসেলডর্ফ অ্যারেনায় শেয়ানে শেয়ানে লড়াই। শুরু থেকে আক্রমণে ফরাসিরা এগিয়ে থাকলেও গোলরক্ষককে তেমন পরিক্ষায় ফেলতে পারেনি। সুযোগ পেয়েছে বেলজিয়ামও। তবে আক্রমণভাগ পুরোপুরিই ব্যর্থ।

প্রথমার্ধের খেলা হয়েছে এভাবেই। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলে দু’দলই। তবে দারুণ ডিফেন্সের নৈপুন্যে কাঙ্ক্ষিত গোলটি পাচ্ছিলো না ফ্রান্স-বেলজিয়ামের কেউই।

অবশেষে ডেডলক ভাঙে ফরাসিরা। ম্যাচ শেষের ৫ মিনিট আগে ডি বক্সে বল পেয়ে একটু জায়গা বানিয়েই গোলমুখে বদলি হিসেবে নামা চুয়ামেনির জোড়ালো শর্ট। বেলজিয়াম ডিফেন্ডার ভার্টোনের পায়ে লেগে বলের দিক পাল্টে জড়িয়ে যায় জালে।

এদিকে, গোলরক্ষক দিয়াগো কস্তার দুর্দান্ত পারফরম্যান্সে শেষ আটের টিকেট পেয়েছে পর্তুগাল। ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখে একটি গোলও পায় পর্তুজিগরা। পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো।

নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। গোলরক্ষক দিয়োগো কস্তার অসাধারণ নৈপুণ্যে স্লোভেনিয়ার একটি শটও পেল না জালের দেখা। সব শঙ্কা দূর করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠলো পর্তুগাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ