• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

আজ থেকে টানা পাঁচ দিনের ছুটিতে দেশ

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
আজ থেকে টানা পাঁচ দিনের ছুটিতে দেশ
আজ থেকে টানা পাঁচ দিনের ছুটিতে দেশ

আনলিমিটেড নিউজঃ পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদের আগে বৃহস্পতিবারই (১৩ জুন) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ অফিস। অর্থাৎ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে টানা পাঁচ দিনের ছুটি। সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে আগামী ১৮ জুন মঙ্গলবার পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

ঈদের আগে শেষ কর্মদিবসে স্বাভাবিক ছিল সচিবালয়। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। জুন ক্লোজিংয়ের কারণে অফিসে দেখা গেছে কাজের ব্যস্ততা। আগামী ১৭ জুন (সোমবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষ্যে ১৬, ১৭ ও ১৮ জুন (রোব, সোম ও মঙ্গল) সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শুরু হবে ১৪ জুন থেকে। তারা ছুটি কাটাবেন ১৮ জুন পর্যন্ত।

তবে ঈদের ছুটির সঙ্গে বাড়তি দুদিন ঐচ্ছিক ছুটি নিয়ে অনেকে গ্রামের পথে পা বাড়াবেন। তাদের আগামী ২২ জুনের আগে অফিস করতে হবে না। কারণ ১৮ জুন পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকবে। যারা ১৯ এবং ২০ জুন দুই দিনের ছুটি নেবেন তারা ২১ এবং ২২ জুন সাপ্তাহিক ছুটি পাবেন। অর্থাৎ তারা পরবর্তী শুক্র ও শনিবার ছুটি পাবেন। ফলে তাদের ২৩ জুনের আগে আর অফিস করতে হবে না।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের মতোই কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। উপস্থিতি স্বাভাবিক। সচিবালয়ের গাড়ি রাখার স্থানগুলোও অন্যান্য দিনের মতো গাড়িতে পূর্ণ ছিল। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছেন। লিফট চালকদের কর্মকর্তা ও সচিবালয়ে আসা অতিথিদের কাছ থেকে ঈদের বকশিশ আদায়ে তৎপর দেখা গেছে।

এক ও দুই নম্বর গেটের মাঝখানে অতিথি অভ্যর্থনা কক্ষে অন্যান্য দিনের মতোই সচিবালয়ে প্রবেশের জন্য দর্শনার্থীদের আনাগোনা দেখা গেছে। গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সাধারণত ঈদের ছুটিতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষ রাজধানী ছাড়েন। যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দূরদূরান্তে ঈদ উদযাপন করবেন তাদের কেউ কেউ বৃহস্পতিবার অফিস করেই কর্মস্থল ত্যাগ করবেন বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে ঈদুল আজহার ছুটির পর আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস। ওই দিন থেকে আগের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ