• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

ভারতের বিপক্ষে খেলতে নেমে শাস্তি পেল ‍যুক্তরাষ্ট্র

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
ভারতের বিপক্ষে খেলতে নেমে শাস্তি পেল ‍যুক্তরাষ্ট্র
ভারতের বিপক্ষে খেলতে নেমে শাস্তি পেল ‍যুক্তরাষ্ট্র

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ক্রিকেট ম্যাচে অনিচ্ছাকৃত সময় অপচয় এড়াতে কঠোর অবস্থানে আইসিসি। আগেই বলে হয়েছিল। এই বিশ্বকাপ থেকে স্টপ ক্লক নিয়মে খেলা চালু করবে আইসিসি। যেখানে সময় অপচয় করলে শাস্তিও পেতে হবে দলকে। ভারতের বিপক্ষে ম্যাচে সেই শাস্তিটাই এবার পেয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম কোনো দল হিসেবে এই শাস্তি পেল দেশটি।

ম্যাচে যখন শেষ ৩০ বলে ৩৫ রান করতে হতো ভারতকে। তখন নতুন ওভার শুরু করতে দেরি করে যুক্তরাষ্ট্র। যা ওই ম্যাচে তৃতীয়বারের মতো। যার কারণে স্টপ ক্লক নিয়ম অনুযায়ী ৫ রান জমা হয় প্রতিপক্ষ ভারতের স্কোরবোর্ডে। এতে লক্ষ্যটা নেমে আসে ৩০ বলে ৩০ রানে। পরে ভারত যুক্তরাষ্ট্রের করা ১১০ রানের টার্গেট টপকে যায় ১০ বল ও ৭ উইকেট হাতে রেখে। নিশ্চিত করে সুপার এইটে খেলা।

আইসিসির চালু করা ‘স্টপ ক্লক’-এর নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দল প্রত্যেক ওভারের মাঝে ৬০ সেকেন্ড সময় পাবে। এই সময়ের মধ্যে ফিল্ডিং সাজিয়ে পরের ওভার শুরু করতে হবে বোলিং দলকে। প্রতিবার এই নিয়ম ভাঙার জন্য আছে শাস্তির ব্যবস্থা। মাঠের আম্পায়ার ফিল্ডিং দলকে দুবার সতর্ক করবেন। তৃতীয়বার নিয়ম ভাঙলে ৫ রান জরিমানা হবে। তৃতীয়বার থেকে যতবার এই নিয়ম ভাঙা হবে, প্রতিবারই ৫ রান প্রতিপক্ষের স্কোরবোর্ডে যোগ হবে।

ইলেকট্রনিক স্ক্রিনে ৬০ সেকেন্ডের টাইমার চালু করবেন তৃতীয় আম্পায়ার। তবে ব্যাটার, ডিআরএস বা অন্য কোনো অনিবার্য কারণে পরবর্তী ওভার শুরু করতে দেরি হলে ফিল্ড আম্পায়ার চূড়ান্ত সময় নির্ধারণ করবেন।

সেই নিয়মেই এবার প্রথম কোনো দল হিসেবে শাস্তি পেল যুক্তরাষ্ট্র। আর ওই ৫ রান যোগ হওয়াতেই ম্যাচের চাপটা হলকা হয়ে যায় ভারতের। পরে যা কাজে লাগিয়ে সহজ জয় তুলেছে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ