• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

উখিয়া ক্যাম্পে আরসা-আরএসও গোলাগুলি, রোহিঙ্গা যুবক নিহত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) গোলাগুলিতে মোহাম্মদ ইউনুস নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবক মোহাম্মদ ইউনুস কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ই/১৫ ব্লকের নুর মুহাম্মদের ছেলে।

আহতরা হলেন- ৩ নম্বর ক্যাম্পের ডি/৪৮ ব্লকের জয়নালের ছেলে সৈয়দুল্লাহ ও একই ব্লকের নুরুল আমিনের মেয়ে নুর সিতারা।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার বিকেলে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আরসা ও আরএসওর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ইউনুস। এ ঘটনায় আহত হয় আরো দুই শিশু। আহতদের উদ্ধার করে আইএমও হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ