• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন মন্ত্রিসভায় অনুমোদন

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: নাগরিকদের অনুমতি ছাড়া ফেসবুক-গুগলের মতো প্রতিষ্ঠান কোনো তথ্য দেশের বাইরে নিতে পারবে না, এমন বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন’-২০২৩ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগের প্রস্তাবিত এ আইনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

গত তিন বছর ধরে উপাত্ত সুরক্ষা আইন করার জন্য কাজ করে আইসিটি বিভাগ। ২০২২ সালের শুরুতে সরকার আনুষ্ঠানিকভাবে উপাত্ত সুরক্ষা আইনের প্রথম খসড়া প্রকাশ করে। এরপর কয়েক ধাপে খসড়ায় পরিবর্তন আনা হয়।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দফতরও গত বছর ১০ আগস্ট সরকারকে ১০টি পর্যবেক্ষণ দেয়। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও অংশীজনদের আপত্তির মুখে চলতি বছরের আগস্টে উপাত্ত সুরক্ষা আইনের আরেকটি খসড়া প্রকাশ করা হয়। যেখানে বিভিন্ন ধারা অনেকটা শিথিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ