• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিশুর

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রাজদ্বীপ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে চার নম্বর অন্নপূর্ণা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

রাজদ্বীপ চট্টগ্রাম জেলার পটিয়া থানার বুদ্ধুরা বেলমাইন গ্রামের উজ্জ্বল দাসের ছেলে। পরিবারের সঙ্গে সে লাঙ্গলবন্দের স্নানোৎসবে এসেছিল।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু রাজদ্বীপ তার মা, নানি ও বোনের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার নিখোঁজের বিষটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা অন্নপূর্ণা ঘাটে অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় রাজদ্বীপকে উদ্ধার করেন। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে দেশ-বিদেশের ১০ লাখের অধিক সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী স্নানোৎসব হয়। সোমবার বিকেল সোয় ৪টায় তিথির লগ্ন শুরু হয়। শেষ হয় মঙ্গলবার বিকেল ৫টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ