• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:

নতুন কোচ পেল বাংলাদেশ

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের পদ ফাঁকা ছিল। সেই জায়গায় নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও বিশ্বকাপজয়ী কিংবদন্তি মুশতাক আহমেদ।

এই মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের প্রস্তুতি ক্যাম্পের আগে দলের সঙ্গে যোগ দেবেন মুশতাক। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ওই সময় থেকেই টাইগার শিবিরে যোগদানের কথা রয়েছে মুশতাকের।

এই বিষয়ে মুশতাক বলেছেন, ‌‌‌‘একজন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের।’

৫৩ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) এবং পাকিস্তান (২০২০-২২) এর স্পিন বোলিং কোচের ভূমিকা পালন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ