• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

এভারটনের জালে গোল উৎসব করল চেলসি

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের জালে গোল উৎসব করেছে চেলসি। ম্যাচটিতে প্রতিপক্ষের জালে ছয়বার বল পাঠিয়েছে ব্লুজরা। এই ম্যাচে হ্যাটট্রিক পূরণসহ ৪ গোল করেছেন কোল পালমার।

সোমবার রাতে নিজেদের ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি হয়েছিল চেলসি-এভারটন। যেখানে ২১ বয়সী পালমার এভারটনকে একাই ধসিয়ে দিয়েছেন।

ইংল্যান্ডের এই তরুণ প্রথম গোল (১৩ মিনিটে) করেন বাঁপায়ের জাদুকরী শটে। নিজের দ্বিতীয় গোল (১৮ মিনিটে) করেন হেডে, তৃতীয় গোল (২৯ মিনিটে) ডানপায়ের শটে আর বাকি গোলটি (৬৪ মিনিটে) করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে।

এভারটনের বিপক্ষে ৪ গোলের সুবাদে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ হয়ে গোলদাতা হয়েছেন পালমার। তার সমান ২০ গোল করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে মোট ২৩ গোল করলেন পালমার। গত ৫ বছরের মধ্যে চেলসির প্রথম কোনো খেলোয়াড় এক মৌসুমে ২০ গোল করার কীর্তি গড়েন। তার আগে ২০১৮-১৬ মৌসুমে ২০ গোলের রেকর্ড করেছিলেন ইডেন হ্যাজার্ড।

চেলসির হয়ে বাকি গোল দুটি করেন নিকোলাস জ্যাকসন (৪৪ মিনিটে) ও বদলি খেলোয়াড় আলফি গিলক্রিস্ট (৯০ মিনিটে)।

এই জয়ে ৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৯ম স্থানে আছে চেলসি। আর ৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিক থেকে পঞ্চমস্থানে আছে এভারটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ