• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

চলতি মাসেই জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে পারবো: নৌপ্রতিমন্ত্রী

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
চলতি মাসেই জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে পারবো: নৌপ্রতিমন্ত্রী
চলতি মাসেই জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে পারবো: নৌপ্রতিমন্ত্রী

আনলিমিটেড নিউজঃ সোমালিয়ান জলদুস্যদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে চলতি মাসের মধ্যেই উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আশা করছি, এ মাসের মধ্যেই তাদের ফিরিয়ে আনতে পারবো।

মঙ্গলবার প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা। বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় অন্তত ১০০ জলদস্যু। বর্তমানে এমভি আব্দুল্লাহর জিম্মি ২৩ নাবিককে কেবিনে রাখা হয়েছে।

নৌপরিবহন অধিদফতরের ডিজি কমোডর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর জিম্মি নাবিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা তাদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন। তারা ভালো আছেন, সুস্থ আছেন।

প্রসঙ্গত, আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লাবোঝাই জাহাজটির গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। ঐ জাহাজের ক্রু লিস্ট থেকে জানা যায়, এমভি আবদুল্লাহর মাস্টার বা ক্যাপ্টেন হিসেবে আছেন চট্টগ্রামের রাশেদ মোহাম্মদ আব্দুর, চিফ অফিসার হিসেবে রয়েছেন চট্টগ্রামের খান মোহাম্মদ আতিক উল্লাহ এবং সেকেন্ড অফিসার হিসেবে আছেন চট্টগ্রামের চৌধুরী মাজহারুল ইসলাম। সেই সঙ্গে থার্ড অফিসার হিসেবে রয়েছেন ফরিদপুরের ইসলাম মো. তারেকুল, ডেক ক্যাডেট হিসেবে আছেন টাঙ্গাইলের হোসাইন মো. সাব্বির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ