• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি বাড়িয়েছে ইসরায়েল

Un24admin
আপডেটঃ : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি বাড়িয়েছে ইসরায়েল
লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি বাড়িয়েছে ইসরায়েল

আনলিমিটেড ডেস্ক নিউজঃ লেবানন সীমান্তে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির আরেকটি ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ছয় মাস ধরে এই ফ্রন্টে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে পাল্টাপাল্টি গোলাবর্ষণ চলছে।

প্রতিরক্ষা থেকে আক্রমণে স্থানান্তরের প্রস্তুতি শিরোনামের এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বৃহত্তর সেনা সমাবেশের সরঞ্জামকেন্দ্রিক প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত ও রিজার্ভ ইউনিটের সেনারা যেকোনও ডাকে কয়েক ঘণ্টার মধ্যে সাড়া ও সজ্জিত হতে এবং প্রতিরক্ষা ও আক্রমণ অভিযানে সম্মুখভাগে মোতায়েনে প্রস্তুত থাকবে।

৮ অক্টোবর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলের সঙ্গে গোলা বিনিময় করে আসছে হিজবুল্লাহ গোষ্ঠী। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। ইসরায়েলও লেবাননে গোষ্ঠীটির অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে।

এর আগে রোববার ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, তারা লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় হিজবুল্লাহ গোষ্ঠীর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবির পর এই হামলা চালানো হলো।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা দখলকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। এসব রকেট ইসরায়েলে একটি আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে আঘান হেনেছে। জবাবে লেবাননের পূর্বাঞ্চলে হামলা চালায় ইসরায়েল।

এই বক্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ