• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

৭ হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আ’ লীগের

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
৭ হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আ' লীগের
৭ হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আ' লীগের

আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাত হাজার মানুষকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করছে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এর অংশ হিসেবে শুক্রবার সকালে দেড় হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপকমিটির সদস্য আখলাকুর রহমান মাইনু, এরশাদ উদ্দিন প্রমুখ।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘দলীয় সভানেত্রী আমাদের বড় আয়োজন করে ইফতার না করে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আমরা ত্রাণ উপকমিটির উদ্যোগে সাত হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসেবে শুক্রবার সকালে প্রথম দিন সাড়ে সাত হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করছি। প্রতিটি প্যাকেটে রয়েছে, চাল ১০ কেজি, ছোলা ১ কেজি, আলু ১ কেজি, তেল এক লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, গুড়া দুধ ২০০ গ্রাম, দুই পদের সেমাই দুই প্যাকেট, ডাল এক কেজি।’

শুক্রবার সরেজমিনে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গিয়ে দেখা যায়, লাইনে বসা সবার হাতে প্যাকেট। এক সঙ্গে খাদ্য সামগ্রী বিতরণ করা দেড় হাজার মানুষকে বেশ শৃঙ্খল পরিবেশ দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ