• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

তামাকজাত প‌ণ্যে অতিরিক্ত করারোপ করা হবে: পরিবেশমন্ত্রী

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
তামাকজাত প‌ণ্যে অতিরিক্ত করারোপ করা হবে: পরিবেশমন্ত্রী
তামাকজাত প‌ণ্যে অতিরিক্ত করারোপ করা হবে: পরিবেশমন্ত্রী

আনলিমিটেড নিউজঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, তামাক একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এবং এর ব্যবহার হ্রাস করা জরুরি। তাই এর ব্যবহার নিয়ন্ত্রণ ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। এর ব্যবহার নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত করারোপ করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

রোববার পার্লামেন্ট ক্লাবে তামাকমুক্ত বাংলাদেশ প্লাটফর্ম আয়োজিত এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, আমাদের সমাজে তামাকের প্রভাব কমাতে হবে এবং তামাকমুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

এ বিষয়ে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বেসরকারি সংস্থাসহ সব স্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, দীপংকর তালুকদার, তানভীর শাকিল জয়সহ বিশেষজ্ঞ ও সংগঠনটির প্রতিনিধিরা তামাক নিয়ন্ত্রণের ওপর তাদের মতামত ও পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ