• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

দেশে নির্বাচনের জোয়ার বইছে: পররাষ্ট্রমন্ত্রী

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে নির্বাচনের একটি জোয়ার বইছে। সব শ্রেণিপেশার মানুষ খুশি। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে।

শুক্রবার সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা গত ১৫ বছর কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি, আপনারা (জনগণ) আমাদের পাস করাবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্য শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার নিয়ে কাজ করেছেন। এবার সময় এসেছে সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। আপনাদের অধিকার আপনরাই আদায় করবেন।

ড. মোমেন বলেন, বিদেশিদের নিয়ে আপনারা চিন্তা করবেন না। নির্বাচন নিয়ে বিদেশিরা যদি ভালো উপদেশ দেয় তাহলে আমরা তা গ্রহণ করবো। আর তারা যদি আমাদের উপর খড়গ হয়ে যায় তাহলে আমরা প্রতিহত করবো। আমরা বিজয়ের জাতি, কীভাবে প্রতিহত করতে হয় তা আমরা জানি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব লীগের সভাপতি আলম খান মুক্তিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ