• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

চাঁদাবাজি বন্ধে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
চাঁদাবাজি বন্ধে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজি বন্ধে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আনলিমিটেড নিউজঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। তবে চাঁদাবাজি বন্ধে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে এরই মধ্যে ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে সব মহাসড়ককে ক্যামেরার আওতায় আনা হবে।

শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পণ্যের দামে চাঁদাবাজির চেয়ে ব্যবসায়ীদের অধিক মুনাফার চিন্তাভাবনার বেশি প্রভাব পড়ে। আমরা পরিসংখ্যানে দেখেছি, পণ্যের ক্রয়মূল্য, পরিবহন খরচ কিংবা চাঁদাবাজির চেয়ে ব্যবসায়ীদের অধিক মুনাফার চিন্তাই বেশি। এ কারণেই মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে।

অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও ভোক্তা অধিকারসহ বিভিন্ন ফোর্স কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে যখনই আসে তখনই তারা অর্পিত দায়িত্ব পালন করে। যারা অধিক মুনাফা করছে তাদের সঙ্গে আলোচনা করে পাড়া-মহল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হলে পণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে।

আসাদুজ্জামান খান বলেন, কয়েক মাসের মধ্যেই বেশ কয়েকটি অগ্নিকাণ্ড হয়েছে। সেখানে জানমালের অনেক ক্ষতি হয়েছে। এসব ঘটনায় দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রভাব বিস্তার করেছে। সব অগ্নিকাণ্ড নিয়ে অনুসন্ধান চলছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ