আনলিমিটেড নিউজ: জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বরকত খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ নভেম্বর মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৭ অক্টোবর শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্ত্বে মোহাম্মদপুর থানা শাখা কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক সভায় ১৮ জন দপ্তর বাহক সদস্যের বক্তব্যের আলোকে সর্ব সম্মতিক্রমে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বরকত খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক-১ নুর নবী নাহিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে পারিবারিক কারণে নুর নবী নাহিদ দেশের বাইরে থাকায় সাংগঠনিকভাবে পুনরায় কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সম্মতিতে যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
Leave a Reply