• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

মাদরাসার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
মাদরাসার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ
মাদরাসার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

আনলিমিটেড নিউজঃ ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার একটি কক্ষ থেকে মোহাম্মদ মুয়াজ মুনাওয়ার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মাদরাসার তাহীলি ক্যাম্পাস শাখার ভবনের চারতলায় একটা রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুয়াজ মুনাওয়ার নড়াইলের রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে এবং বাংলাদেশ মুসলিহীন শিল্পী গোষ্ঠীর সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ