আনলিমিটেড নিউজ ডেস্ক: শীতের হরেক রকম সবজিতে ভরে উঠেছে বাজার। পাইকারি পর্যায়ে কমেছে দাম। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। আগের চেয়ে বেশ কম দামেই সবজি পাওয়া যাচ্ছে। কমেছে ডিম ও মাংসের দামও। চাল-আটা, চিনি, ডালসহ কয়েকটি নিত্যপণ্যও আগের দামেই স্থির রয়েছে।
সবজিসহ নিত্যপণ্যের দাম আরো কমার কথা বলছেন ভোক্তারা। আর ব্যবসায়ীরা বলছেন, পণ্যের দর ওঠা-নামার বিষয়টি নির্ভর করে চাহিদা ও সরবরাহের ওপর। বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। সেজন্য দাম ক্রেতাদের নাগালেই রয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সরেজমিন দেখা গেছে, শিম, বেগুন, করলাসহ বেশ কয়েকটি সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মুলার কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ফুলকপি প্রতিটি কেনা যাচ্ছে ৩৫ থেকে ৫০ টাকার মধ্যে। কাঁচামরিচের কেজি ১০০ থেকে ১২০ টাকা।
সবজির পাশাপাশি মুরগি ও ডিমের দামও কমতির দিকে। ব্রয়লার মুরগির কেজি ১৬৫ থেকে ১৭৫, সোনালি মুরগি ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসও কিছুটা কমে বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭৫০ টাকার মধ্যে। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা দরে।
কারওয়ান বাজারের ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, সরবরাহ ভালো থাকলে দাম এমনিতেই কমে আসে। এখন বাজারে পর্যাপ্ত সবজি ও অন্যান্য পণ্যের সরবরাহ রয়েছে। এ কারণে দামও কম। আশা করা যায়, আগামী সপ্তাহে আরো কমবে।
Leave a Reply