• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম এর সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম এর সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম এর সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

আনলিমিটেড নিউজঃ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম এবং ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের মধ্যে (স্বাস্থ্যসেবা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) হাসপাতাল ভবনে এ চুক্তি সাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার (হেড অফ একাউন্ট এন্ড ফাইনান্স) মোজাফফর হাসান খান মজলিস, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান এবং বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাফরুল আলম, প্রচার সম্পাদক পাভেল হক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান খান বাবু, সহ-সভাপতি আল মামুন, সিনিয়র সদস্য শাহনাজ পলি, যুগ্ম সম্পাদক জ, ই বুলবুল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রেজা। ইনসাফ বারাকাহ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ প্রমুখ।

ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন বলেন, স্বাস্থ্য সেবায় আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, আজ থেকে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম সদস্য ও পরিবারের জন্য ইনসাফ বারাকাহ হাসপাতলে সর্বোচ্চ ছাড়ে ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম সকল সদস্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ফ্যামিলি মেম্বার সহ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ