আনলিমিটেড নিউজ: চলতি বছর দুই বার দুই ফিফা নারী উইন্ডো বাতিল হয়েছে সাবিনাদের। ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে খেলতে যাওয়ার জন্য সাবিনারা প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে সিঙ্গাপুর ম্যাচ আয়োজনে অপরাগতা প্রকাশ করছে। এবার সেই সিঙ্গাপুর বাংলাদেশে দুই ম্যাচের সিরিজ খেলতে আসছে।
১ ও ৪ ডিসেম্বর ঢাকায় কমলাপুরে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথম দিন ম্যাচটি বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। প্রথম দিন চারটায় অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ম্যাচটি এক ঘন্টা এগিয়ে বিকেল তিনটায় হবে। কারণ ঐ দিন রাতেই সিঙ্গাপুর বাংলাদেশ ত্যাগ করবে।
ম্যাচ খেলে স্টেডিয়াম থেকে হোটেলে গিয়ে প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে পৌঁছাতে খানিকটা হাতে সময় রাখতে চায় সফরকারী দল। সিঙ্গাপুরের অনুরোধেই বাফুফে দ্বিতীয় ম্যাচের সময়সূচি এক ঘন্টা এগিয়ে আনছে।
সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচ উপলক্ষ্যে বাফুফে নারী উইংয়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা দু’টি ম্যাচ আয়োজন করছি তাই সাংগঠনিক অনেক বিষয় রযেছে। সেই দায়িত্ব বন্টন এবং আনুষাঙ্গিক বিষয়ের জন্য আমরা আজ সভা করেছি।’
বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তপ্ত। তাই নিরাপত্তার দিকে বাড়তি মনোযোগ বাফুফের, ‘আমরা নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে দেখছি। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও আমরা অতিথি দলকে সর্বত্র সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের চেষ্টা করব।’
বাংলাদেশ নারী ফুটবল দল সাইফুল বারী টিটুর অধীনে অনুশীলন করছে। সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচে তিনিই কোচিং করাবেন। এরপর বিদেশি কোচ দায়িত্ব নিতে পারেন এমন আভাস কিরণের কন্ঠে, ‘আমরা নারী দলে বিদেশি কোচ নিয়োগের বেশ কাছাকাছি। কিছু দিনের মধ্যে চূড়ান্ত করে প্রেস কনফারেন্স করে জানাতে পারব।’
Leave a Reply