আনলিমিটেড ডেস্ক নিউজঃ ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা।
নেপালের কাঠমুণ্ডুতে আজ ম্যাচের পঞ্চম মিনিটেই আনুশকা কুমারীর গোলে এগিয়ে যায় ভারত। শুরুতেই গোল খেয়ে ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলের মেয়েরা। স্বাভাবিক খেলাটা খেলতে পারছিলো না সুরভী আকন্দ, থুইনুই মারমারা। এই সুযোগে প্রেসিং ফুটবল খেলে দাপট দেখায় ভারতের মেয়েরা।
তবে বিরতির পর নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচের ৭১তম মিনিটে সমতায় ফেরে সুরভীরা। দারুণ এক গোল করে মোমিতা। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম ভারতের আলিনা, বনিফিলিয়া ও দেবযানীর শট ঠেকিয়ে দেয়। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা।
Leave a Reply