1. admin@unlimitednews24.com : Un24admin :
কক্সবাজারের রামু বৌদ্ধ বিহার পরিদর্শনে ৩৪ কূটনীতিক
November 10, 2024, 10:52 am

কক্সবাজারের রামু বৌদ্ধ বিহার পরিদর্শনে ৩৪ কূটনীতিক

  • Update Time : Wednesday, February 28, 2024
  • 154
কক্সবাজারের রামু বৌদ্ধ বিহার পরিদর্শনে ৩৪ কূটনীতিক
কক্সবাজারের রামু বৌদ্ধ বিহার পরিদর্শনে ৩৪ কূটনীতিক

আনলিমিটেড নিউজঃ কক্সবাজারের রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ২৪ দেশের ৩৪ জন কূটনীতিক।

বুধবার কূটনীতিকদের গাড়িবহর বৌদ্ধ বিহারে পৌঁছালে উৎসুক জনতার ঢল নামে সেখানে। ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান বিহারের পরিচালক জ্যোতিসেন মহাথেরসহ অসংখ্য ভক্ত অনুরাগী।

এ সময় কূটনীতিক প্রতিনিধিদল সম্রাট আশোক কর্তৃক প্রতিষ্ঠিত গৌতম বুদ্ধের মূর্তিসহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। শেষে বিহারের ধর্মীয় গুরুরা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে, মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের নেতৃত্বে ট্রেনযোগে কক্সবাজার আসে কূটনীতিক দলটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থার ৩৪ জন কূটনীতিক এ সফরে অংশ নেন।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজারের উন্নয়ন প্রকল্প, রামু বৌদ্ধ মন্দির, প্রাচীন ঐতিহ্যসহ জেলার সৌন্দর্য উপভোগ করাতে ৩৪ কূটনীতিককে কক্সবাজার আনা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম থেকে টানেলসহ উন্নয়ন প্রকল্পগুলো দেখে ট্রেনে করে তারা কক্সবাজারে এসেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের দেখভাল করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
More News Of This Category
© All rights reserved © 2023 unlimitednews24
Web Design By Best Web BD