• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

অতিরিক্ত সময়ের গোলে শিরোপা জিতলো লিভারপুল

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ অতিরিক্ত সময়ে ফন ডাইকের গোলে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের শিরোপা জিতলো লিভারপুল।

উইম্বেলি স্টেডিয়ামে টান টান উত্তেজনাপূর্ণ এক ফাইনাল দেখলো দর্শকরা। আক্রমণ-পাল্টা আক্রমণে কম যায়নি কোন দলই। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না তারা।

নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও ২৮ মিনিট কেটে যায় গোল খড়ায়। ম্যাচ যখন টাইব্রেকারে গড়ানোর পথে, ঠিক তখনই দলকে উৎসবের উপলক্ষ এনে দেন ফন ডাইক। ম্যাচের ১১৮ মিনিটে কর্নারে উড়ে আসা বল লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন ডাচ ডিফেন্ডার।

বাকিটা সময় জাল অক্ষত রেখে উৎসব শুরু করে লিভারপুল। এই জয়ের মধ্য দিয়ে কারাবাও কাপে ১০ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

যদিও মোহাম্মদ সালাহ এবং ডারউইন নুনিয়েজকে ছাড়া খেলতে নেমেছিলো লিভারপুর। ইনজুরির কারণে ছিলেন না তারা। শেষ পর্যন্ত তাদেরকে ছাড়াই আক্রমণাত্মক পারফরম্যান্স উপহার দিল লিভারপুল। জিতে নিল মৌসুমের সম্ভাব্য চার শিরোপার প্রথমটি।

চলতি মৌসুম শেষে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছেন ক্লপ। শেষের যাত্রায় আরও একটি ট্রফি জিতলেন এই জার্মান কোচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ