• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ইরানের হাতে ইসরায়েলের পারমাণবিক গোপন নথি

Un24admin
আপডেটঃ : রবিবার, ৮ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সংবলিত কয়েক হাজার গোপন নথি ইরানের গোয়েন্দাদের হাতে পৌঁছেছে – এমন বিস্ফোরক দাবি ঘিরে তুমুল আলোড়ন শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবানিজ সংবাদমাধ্যমগুলো একযোগে এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, একটি গোপন অভিযানে এসব স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে এবং সেগুলো ইতিমধ্যে ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে নিরাপদে ইরানে স্থানান্তর করা হয়েছে।

একটি তেহরানভিত্তিক সংবাদমাধ্যম জানায়, ইরানের গোয়েন্দারা একটি উচ্চমাত্রার গোপন অভিযান পরিচালনা করে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাসমূহের নকশা, গঠন, পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কিত হাজার হাজার নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করেন।

এই অভিযানের পর নথিগুলো ইরানে নিয়ে গিয়ে চুলচেরা বিশ্লেষণের কাজ চলছে। আইআরআইবি-র ভাষ্যমতে, ‘এই অভিযান ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান’।

এ তথ্য ফাঁসের পর আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের পূর্বাপর উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই ঘটনা নতুন করে উত্তেজনা বাড়াবে বলে ধারণা বিশ্লেষকদের।

দখলদার ইসরায়েলের পরমাণু গোপনীয়তা ভেঙে এমন স্পর্শকাতর তথ্য ইরানের হাতে চলে যাওয়া অঞ্চলটিতে একধরনের নিরাপত্তাহীনতার ছায়া ফেলেছে।

সংবাদমাধ্যমে জানা যায়, ইরানি গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে – ‘ইরানের গোয়েন্দারা ইহুদিবাদীদের বিপুল, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর গোপন নথি সংগ্রহে সফল হয়েছেন।’

তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পাশাপাশি, ইরানপন্থি সংবাদমাধ্যমগুলোও ঠিক কী ধরনের তথ্য বা কৌশলগত পরিকল্পনা এই নথিগুলোর মধ্যে রয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করেনি।

বিশ্লেষণধীন এই নথিগুলো ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রেক্ষাপটে কী ভূমিকা রাখবে, তা নিয়ে বাড়ছে জল্পনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ