• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:

ফাঁকা ঢাকার নিরাপত্তায় তৎপর পুলিশের ৫০০ পেট্রোল টিম

Un24admin
আপডেটঃ : শনিবার, ৭ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তায় পুলিশের ৫০০ পেট্রোল টিম কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবার ঢাকার নিরাপত্তা নিয়ে আমার ১০০ ভাগ কনফিডেন্ট আছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথবাহিনী তল্লাশি চালাবে বলেও জানান তিনি। শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা।

ঈদের ছুটি ১০ দিন। এরইমধ্যে অনেকটাই ফাঁকা ঢাকা। তাই নিরাপত্তায় সোচ্চার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ফাঁকা ঢাকার নিরাপত্তায় পুলিশের ৫০০ পেট্রোল টিম কাজ করবে। ঈদের এই সময়ে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না।

পুলিশের পাশাপাশি প্রস্তুত রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র‍্যাব)। জনসমাগম হবে এমন জায়গাগুলোতে বাড়তি নজরদারি থাকছে। সাধারণ মানুষকে কেউ হয়রানি করতে পারবে না বলে হুঁশিয়ারি দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরবাসীর নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। তিনি বলেন, সবাই নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ