• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:

রাজকে নিয়ে যে তথ্য ফাঁস করলেন ফারিণ!

Un24admin
আপডেটঃ : সোমবার, ২ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রোমান্টিক ঘরানার অভিনয়ে অভ্যস্ত তাসনিয়া ফারিণ এবার অ্যাকশন তারকা হিসেবে বড় পর্দায় আসছেন। ঈদে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ এবং তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। সিনেমার ট্রেজার প্রকাশের পর অচেনা ফারিণকে ঘিরে শুরু হয়েছে আলোচনা।

এদিকে রাজকে ‘ইনসাফ’ এর প্রকাশিত টিজারে দেখা গেছে ভয়ংকর এক সন্ত্রাসীর চরিত্রে। একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মী সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছেন ফারিণ।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ এক সাক্ষাৎকারে অংশ নেন ফারিণ। সেখানে রাজ সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, শরীফুল রাজের কাজের ধরন দেখে আমি মুগ্ধ। তিনি শুধু দুর্দান্ত অভিনেতাই নন, অভিনয়ের ক্ষেত্রে পরিশ্রমী ও নিবেদিত প্রাণ।

এরপরই ফারিণ বলেন, শুটিং সেটে আমরা মনোযোগ দিয়ে অভিনয় করলেও ব্রেকের সময় ফোন ব্যবহার করি। কিন্তু তিনি (রাজ) শুটিংয়ের পুরো সময় কোনো ফোন ব্যবহার করেননি।

রাজের প্রশংসা করে এ অভিনেত্রী বলেন, চরিত্রকে শতভাগ পর্দায় তুলে ধরতে সাত–আট মাস ধরে একটা লোক ফোন ছাড়া, আমি তো ভাবতেই পারি না। শুটিংয়ের ফাঁকে আমরা যখন ফোন দেখি তিনি তখন বসে থাকেন, চরিত্র নিয়ে ভাবেন! তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক।

প্রসঙ্গত, ‘ইনসাফ’ সিনেমায় ফারিণের সঙ্গে মোশাররফ করিমও অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা সৌভাগ্যের বলে মনে করেন অভিনেত্রী। জীবনে চলার পথে সহকর্মী মোশাররফ করিমের দেয়া উপদেশ, পরামর্শ দৈব বাণীর মতো মেনে চলেন বলে জানান তাসনিয়া ফারিণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ