• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:

বীমা খাত নিয়ে কোন বক্তব্য নেই ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে

Un24admin
আপডেটঃ : সোমবার, ২ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সম্পদের সুষম বণ্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সোমবার (২ জুন) বিকেলে তিনি এই বাজেট উপস্থাপন করে।

তবে বিগত কয়েক অর্থবছরের মতো এবারের বাজেটেও উপেক্ষিত হয়েছে দেশের আর্থিক খাতের অন্যতম অংশীদার বীমা খাত। মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি গ্রহণসহ দেশের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বাজেটে বীমা খাত নিয়ে কিছুই বলা হয়নি।

এমনকি করপোরেট কর হারসহ বিভিন্ন ধরণের ভ্যাট-ট্যাক্স কমানোর যেসব দাবি করে আসছেন বীমা মালিকরা তার বাস্তবায়নও নেই এবারের বাজেটে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত ৭৫ পৃষ্ঠার বাজেট বক্তব্যে (ইংরেজি) অন্য প্রসঙ্গে আলোচনায় মাত্র ৩ বার বীমা শব্দটি ব্যবহার করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এর মধ্যে ৪৬ নম্বর পৃষ্ঠায় ১১২ নম্বর পয়েন্টে- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ তে আনীত কতিপয় সংশোধনীর বিষয়ে বলতে গিয়ে একবার ‘বীমা কোম্পানিসমূহ’ শব্দের ব্যবহার করা হয়েছে।

এরপর ৬৩ নম্বর পৃষ্ঠায় করপোরেট কর সংক্রান্ত আলোচনার টেবিলে পরপর দুই লাইনে ‘পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান’ এবং ‘নন-পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান’ দুই বার বীমা শব্দটি এনেছেন অর্থ উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ