• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

রাজধানীজুড়ে জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৩০ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে রিকশা বা বাহন না পেয়ে হাঁটু পানির মধ্যেই বৃষ্টিতে ভিজে গন্তব্যে যাওয়ার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

শুক্রবার (৩০ মে) রাজধানীর বাসাবো, খিলগাঁও, শাহজাহানপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ, প্রেসক্লাব, সচিবালয়, পল্টন, গুলিস্তান, মতিঝিল ও কমলাপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ‘ট্রাফিক অ্যালার্ট’ গ্রুপে বিভিন্ন এলাকার জলাবদ্ধতার ছবি ও ভিডিও শেয়ার করেছেন রাজধানীবাসী। গ্রুপটির তথ্যমতে, রাজধানীর বনানী, এয়ারপোর্ট, মালিবাগ, মৌচাক, যমুনা ফিউচার পার্ক, ফকিরাপুল, তিনশো ফিট, মিরপুর, কালশী, বসুন্ধরা, নিউ মার্কেট, নিকুঞ্জ, গ্রীনরোডসহ বিভিন্ন এলাকায় জলযট দেখা গেছে।

রাজধানীর মোহাম্মাদপুরে সরেজমিন গেছে, বেশিরভাগ এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এই সমস্যায় পড়েছে নগরের বেশিরভাগ এলাকার মানুষ। কোনো কোনো এলাকার সড়ক দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে, রাজধানীতে টানা ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরাও। তবে ফুটপাতের বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। এ ছাড়া, সড়কে রিকশা বা যানবাহন কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ