• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:

আজ থেকে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৬ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ (সোমবার, ২৬ মে) থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ডাকে এই কর্মসূচি পালন হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।

এর আগে ধাপে ধাপে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। গত ৫ থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করার পর আজ থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

মোর্চার আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, কনসালটেশন কমিটির সুপারিশ জমা দেওয়ার চার মাস এবং সরকারের ৯ মাস সময় দেওয়ার পরও শিক্ষকদের দাবির ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি হাতে নিয়েছেন তারা।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে
কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

এছাড়াও, শিক্ষকরা বর্তমান নিয়ম অনুযায়ী শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ