আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ আগামী অর্থবছর থেকে ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকারসহ চার দফা দাবিতে রাজধানীর কাকরাইলে গণঅনশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
টানা তৃতীয় দিনের মতো শুক্রবার (১৬ মে) সকাল থেকে সড়কে অবস্থান নেয় জগন্নাথের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে রাজপথে অবস্থান নিয়েছেন শিক্ষকরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন এর ঘোষণা দেওয়া হয়েছে। এদিন বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও অংশ নেয় কর্মসূচিতে। দাবি আদায় না হলে বা সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে গণঅনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঞ্চিত, অবহেলিত। দাবি মানা না পর্যন্ত আর পেছনে ফেরার সুযোগ নেই। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা রাজপথ ছাড়বেন না বলে জানিয়ে দেন।