• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ লিবিয়ার রাজধানী ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় সোমবার (১৩ মে) রা‌তে এক জরুরি সতর্কবার্তায় এ আহ্বান জানিয়েছে দূতাবাস।

সতর্কবার্তায় বলা হ‌য়ে‌ছে, ত্রিপলীতে সাম্প্রতিক সশস্ত্র যানবহরের আগমন ও উদ্ভূত অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিককে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ত্রিপলীতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানাচ্ছে। একইসাথে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ