• বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

লাইব্রেরির প্রতি আকর্ষণ বাড়াতে হবে: প্রধান বিচারপতি

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আজকাল লাইব্রেরির কলেবর পরিবর্তন হয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষ মোবাইলে বই পড়ছে। লাইব্রেবির প্রতি আকর্ষণ বাড়াতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল হাসান বলেন, বই পড়াটা অভ্যাসে পরিণত করা খুব প্রয়োজন। কেননা কোনো বই পড়াই বৃথা যায় না। সব বইয়েই জ্ঞানের স্পর্শ আছে।

২০১৫ সাল থেকে প্রতিবছর বইমেলার আয়োজন করে থাকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি ভবনের ভেতরে মিলনায়তনের পাশে খালি জায়গায় এ বইমেলার আয়োজন করা হয়। ২৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে।

এবারের বইমেলায় ৪১টি স্টল স্থাপন করা হয়েছে। আইনের বইয়ের পাশাপাশি সাংবাদিকতা ও সাহিত্যের বইও পাওয়া যাচ্ছে এসব স্টলে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির। এতে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল, সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ মেহেদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ