আনলিমিটেড ডেস্ক নিউজঃ ম্যাচের চলছিল তখন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়। হেলাস ভেরোনার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে ইন্টার মিলান। যোগ করা দশম মিনিটে পেনাল্টি পায় ভেরোনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভেরোনার ফ্রেঞ্চ ফরোয়ার্ড থমাস হেনরি।
ইন্টারের বিপক্ষে পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করায় বিপদেই পড়েছেন হেনরি। তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়েছে একদল দুর্বৃত্তরা।
হুমকির বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করে হেনরি লিখেছেন, ‘যারা মনে করেন যে আপনি ফুটবল খুব ভালো বোঝেন ও জানেন এবং আমার পরিবারকে অপমান করার পাশাপাশি মৃত্যু কামনা করেন। আমি আশা করি, আপনার ছোট্ট জীবনে একদিন নিশ্চিত শান্তি পাবেন।
’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে মাত্র ৩ গোল করেছেন এই ফরোয়ার্ড।
ইতালিয়ান সিরি আ’র পয়েন্ট তালিকার ১৮ নম্বরে আছে ভেরোনা। ১৯ ম্যাচে দলটির পয়েন্ট ১৪। ইন্টার কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিতে পারলে রেলিগেশন অঞ্চল থেকে বের হয়ে আসতে পারত দলটি।
কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেছে। এএফপি