আনলিমিটেড নিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের ও সহিংসতার অভিযোগে নয়টি আসনের ২১টি কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ঘটনায় ২০ জনের বেশি ব্যক্তিকে সাজা দিয়েছেন ভোটের মাঠে দায়িত্বপালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। শনিবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
ভোট স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো: সুনামগঞ্জ ২- মিরাপুর প্রাথমিক বিদ্যালয় (৭ নং কেন্দ্র), নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৬ নং কেন্দ্র), শুকুরনগর প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র); কক্সবাজার ১- চরণদ্বীপ ভূমিহীন প্রাথমিক বিদ্যালয় (২৫ নং কেন্দ্র), দক্ষিণ ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭৪ নং কেন্দ্র), মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮০ নং কেন্দ্র); জামালপুর ৫- জাগির মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র)।
নরসিংদী ৪- ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪ নং কেন্দ্র), নরসিংদী ৩ – দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা (৫ নং কেন্দ্র), ভিটিচিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ নং কেন্দ্র); টাঙ্গাইল ২- কাহেতা সরকারি প্রাথমিক স্কুল (১৬ নং কেন্দ্র)।
এছাড়াও রয়েছে কুমিল্লা ৩- গুর্গারাম (ডি.আর) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (৭৬ নং কেন্দ্র), ধনিরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয় ( ৮১ নং কেন্দ্র); কুমিল্লা ৪- সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮৪ নং কেন্দ্র), বগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮ নং কেন্দ্র), গোবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদ্রাসা (৩৫ নং কেন্দ্র), ধনিজকরা সরকারি প্রাপথমিক বিদ্যালয় (৩৮ নং কেন্দ্র), আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় (৪৯ নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় -১ (৭৪ নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় -২ (৭৫ নং কেন্দ্র), বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১ (৮৩ নং কেন্দ্র)।
Leave a Reply