• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

ভোট প্রদানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

Un24admin
আপডেটঃ : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। ভোট প্রদানে ভোটারকে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা বেআইনি। এই বেআইনি কাজ যারা করবেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের কঠোরভাবে দমন করা হবে।

শনিবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচনী নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে, র‌্যাব ডিজি রাজধানীর বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন এবং নির্বাচন কেন্দ্রে গৃহিত নিরাপত্তা ব্যবস্থা ও র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

তিনি বলেন, আগামীকাল (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচন। আমরা নিশ্চিত হয়েছি, আমাদের একটা চমৎকার কো-অর্ডিনেশন রয়েছে। আমরা সবাই একসঙ্গে থেকে টিম ওয়ার্কের মাধ্যমে আগামীকালের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হবো।

র‍্যাব মহাপরিচালক বলেন, এই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এরই মধ্যে আমরা সেটা সম্পন্ন করেছি। বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। দেখে মনে হয়েছে সবঠিক আছে, পরিবেশ সুন্দর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ