• বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:১০ অপরাহ্ন

মানুষকে জিম্মি করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না: বাহাউদ্দিন নাছিম

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা নির্বাচন করতে চায় না তারাই নির্বাচন নিয়ে নানা ধরনের সংঘাত সৃষ্টি করতে চায়। বাংলাদেশে গুটি কয়েক দল রাজনৈতিক সংঘাত সৃষ্টি করছে। তারা নির্বাচনে সহিংসতা ও রাজনৈতিক সহিংসতা করছে। মানুষকে জিম্মি ও টার্গেট করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না।

মঙ্গলবার পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচন যখন আসে সেটাকে সুষ্ঠু ও সুন্দর করার দায়িত্ব সবার। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের অবস্থান থেকে কার্যক্রম পরিচালনা করে। এর পাশাপাশি যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তারাও এ দায়িত্ব পালনে অংশীদার হয়। মানুষের সঙ্গে যেহেতু রাজনৈতিক দলগুলোর সরাসরি সম্পর্ক, যার কারণে এ কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো ও বোঝানোর মধ্য দিয়ে রাজনৈতিক দল মানুষকে উদ্বুদ্ধ করে। আমার ভোট আমি দেব সেখানে কোনো ভয় থাকবে না। আমরা সবার কাছে ভোট চাই। আমরা চাই যেন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওলামা-মাশায়েখদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বিভিন্ন জায়গায় ধর্মীয় কার্যক্রম করে থাকেন। আপনারা মসজিদের ইমাম মোয়াজ্জিন। মুসল্লিদের সঙ্গে আপনাদের সম্পর্ক অনেক গভীর। সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা কাজ করতে পারেন। এর পাশাপাশি আমি যেহেতু একজন প্রার্থী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকায় মনোনয়ন দিয়েছেন, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন- আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, আওলাদ হোসেন, ডা. দিলীপ রায়, কাউন্সিল আবুল হোসেন, কাউন্সিল চামেলি, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শামীম শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ