আনলিমিটেড নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও “অপশাসন-নির্যাতনের” প্রতিবাদে আগামী ১৮ই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। গত (২৮ জানুয়ারি) মঙ্গলবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি বুধবার দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৬ ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং “প্রহসনমূলক বিচার” বন্ধেরও দাবি জানানো হয়। এছাড়া, বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে “প্রধানমন্ত্রী” হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি। তবে, বিজ্ঞপ্তিতে দলটির সংশ্লিষ্ট কোনো নেতা-কর্মীর স্বাক্ষর ছিল না।
এ কর্মসূচির শুরু থেকেই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে আসছে। ১ম দিন প্রেসক্লাব থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এরপর যাত্রাবাড়ি, ডেমরা, শ্যামপুর, ওয়ারী, মতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যুবলীগের নেতাকর্মীদের লিফলেট বিতরণ করতে দেখা গেছে।
তবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এরিয়ে তারা তাদের এ প্রচারণা চালাচ্ছে।
শ্যামপুরের যুবলীগের নেতৃবৃন্দ বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে ঘরে ঘরে তাদের লিফলেট পৌঁছে দিয়েছে, চায়ের দোকান, পাড়া মহল্লার অলি-গলিতে সুযোগ বুঝে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিচ্ছে।
Leave a Reply