আনলিমিটেড নিউজ ডেস্কঃ জুলাই-আগস্টে স্বৈরাচারী শাসনের ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। আর দেশের ক্লান্তিকালে দায়িত্ব নেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ। তবে ক্ষমতা ছাড়ার প্রায় ৬মাস পর রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গত ২৮ জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার রাজধানীর বিভিন্নস্থানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট পোস্টার আকারে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনা ফিরবে-বাংলাদেশ হাসবেসহ নানা ধরেন স্লোগানের বার্তা দিচ্ছে এর মাধ্যমে।
এদিকে আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। যেখানে আওয়ামী লীগের পক্ষে জনগণের দৃষ্টিভঙ্গীতে ইতিবাচক আকর্ষনের চেষ্টা করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, ওয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে যুবলীগ দক্ষিণের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
তবে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে যেনো নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাকর্মী রাজপথে নামতে না পারে।
Leave a Reply