আনলিমিটেড নিউজ ডেস্কঃ জয়ে উয়েফা ইউরোপা লীগের প্রথম পর্ব শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থান নিয়ে টিকেট পেয়েছে শেষ ষোলোতে সরাসরি খেলার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রুমানিয়ার ক্লাব এফসিএসবি’র মাঠে ইংলিশ জায়ান্টদের জয় ২-০ গোলে।
চ্যাম্পিয়ন্স লীগের আদলে ইউরোপা লিগেও ৩৬টি দল প্রথম পর্বে খেলেছে ৮টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি সুযোগ পেয়েছে শেষ ষোলোতে খেলার। নবম থেকে ২৪তম স্থানে থাকা পরের ১৬টি দলকে খেলতে হবে দুই লেগের প্লে-অফ। বিজয়ী আট দল যোগ দেবে শেষ ষোলোতে।
প্লে-অফে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলা ম্যানইউ প্রথম পর্বের শেষ রাউন্ডে রুমানিয়ার এফসিএসবি’র মোকাবেলা করে তাদেরই মাঠে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় তুলে নেয় রুবেন আমোরিমের দল। ৬০ মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার দিয়োগো দালোত দলকে এগিয়ে নেওয়ার সাত মিনিট পর ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনু ব্যবধান বাড়ান।
এই জয়ে তৃতীয় স্থান নিয়ে শেষ ষোলোতে সরাসরি খেলার টিকেট পেয়েছে ম্যানইউ। আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্র’য়ে সংগ্রহ তাদের ১৮ পয়েন্ট। আরেক ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারও সরাসরি সুযোগ পেয়েছে শেষ ষোলোতে খেলার। ঘরের মাঠে সুইডিশ ক্লাব এল্ফসবুর্গকে ৩-০ গোলে হারায় তারা। আট খেলায় পাঁচ জয়, দুই ড্র ও এক হারে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান পেয়েছে স্পার্স।
Leave a Reply