আনলিমিটেড নিউজ ডেস্কঃ টঙ্গীতে চলমান ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কার্যক্রম চলছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে। বাংলায় তরজমা করে শোনান বাংলাদেশের নুরুর রহমান।
ইতোমধ্যে ৭২টি দেশের ২ হাজার ১৫০জন বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। ইজতেমা ময়দানে মুসল্লীদের আগমন অব্যাহত রয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ইজতেমায় আগত এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব ঘোষিত সময়ের ১২ ঘন্টা আগে বৃহস্পতিবার রাতে বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আজ জুমার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোঃ জুবায়ের। ইজতেমার মিডিয়া সেল সূত্রে জানা গেছে আজ সকাল পৌনে ১০টা থেকে প্রতিটি খিত্তায় আলাদা আলাদা বয়ানের ব্যবস্থা হবে। তালিমের আগে মোজাকেরা বা আলোচনা করবেন ভারতের মাওলানা জামাল।
এছাড়াও, আজ (শুক্রবার) ইজতেমায় বিশেষ কিছু কর্মসূচি রয়েছে। শিক্ষকদের মধ্যে মূল মিম্বারে বয়ান করবেন ভারতের মাওলানা ফারাহিম।
ছাত্রদের সাথে নামাজের মিম্বারে বয়ান করবেন আলিগড়ের প্রফেসর আব্দুল মান্নান সাহেব। খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরিফ। জুমার নামাযে ইমামতি করবেন- কাকরাইলের মাওলানা মোঃ জুবায়ের। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খাতিব। বাদ আসর বয়ান করবেন কাকরাইলের মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।
Leave a Reply