আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিতর্ক যেন পিছু ছাড়ছেই না রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। নানা বিতর্কের পর এবার বানিজ্য মেলায় ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বানিজ্য মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো মেলায় প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় উভয়পক্ষের ২২জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করেন।
ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুইজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলায় ১১ টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন নামে ক্রোকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীরা ক্রেতা নিজেদের দোকানে নেওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার জের ধরে এ দুই দোকানে কর্মচারীরা লাঠিসোঠা সংঘর্ষের জড়িয়ে পড়ে। এক পর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ চালায়। এসময় পুলিশসহ ব্যবসায়ীদের দুইপক্ষের অন্তত ২২জন আহত হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের জেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মেলায় আগত দর্শনার্থী আকমাল হোসেন বলেন, আমরা পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসে এক তিক্ত ঘটনার স্বাক্ষী হলাম। দেখলাম কয়েকজন মানুষ এলোপাথাড়ি কিলগুষি মারছে। বুঝার উপায় নাই কে কাকে মারছে। মুহুর্তেই এ খবর ছড়ি পড়ায় সবার মাঝে আতংক ছড়িয়ে পড়ে। আমার ৫ বছরের বাচ্চা ভয়ে কেঁদে ফেলে।
আরেক দর্শনার্থী আশরাফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে এমন মারামারির ঘটনা সত্যিই দুঃখনক ঘটনা। পুলিশের সামনেই মারামারির সঠিক তদন্ত করে উপযুক্ত বিচার করা হউক।
Leave a Reply