• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ট্রেন মিস করা যাত্রীদের খোঁজ কেউ রাখে না: বাহাউদ্দিন নাছিম

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আস‌নের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা নির্বাচনে আসেনি দেশের জনগণ তাদের ভুলে গেছে। যারা ট্রেন মিস করে সে যাত্রীদের খোঁজ কেউ রাখে না। এখন ট্রেন থামানোর চেষ্টা করেও কোনো লাভ নেই। ট্রেন চলছে এবং সেটি তার গন্তব্যে পৌঁছাবে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেনে, আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি সুন্দর নির্বাচন করতে চাই। আর এ জন্য যারা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সবাইকেই যার যার অবস্থান থেকে আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন প্রতিযোগিতামূলক হোক সেটা আমরা চাই।

তি‌নি ব‌লেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। তাদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখেছি তা আমাদের আনন্দিত করেছে। দেশরত্ন শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা দেখে আমরা অভিভূত।

তিনি আরো বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়াকে আমরা সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা চাই সন্ত্রাস ও সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে। আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ। দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ আমরা রক্ষা করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ