আনলিমিটেড নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ড. শফিকুর রহমান বলেছেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়। জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ পাবে। জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে। চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে।
তিনি শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নয়ন নামে আওয়ামী লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা পাঁচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না।
আওয়ামী লীগ সরকারের আমলের সংঘটিত সকল হত্যার বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন ও অধ্যাপক আজিজুর রহমান স্বপন প্রমুখ।
Leave a Reply